শিরোনাম
অনলাইনে পণ্য বিক্রি, সাত প্রতারক আটক
প্রকাশ : ২৩ মে ২০১৯, ১১:১০
অনলাইনে পণ্য বিক্রি, সাত প্রতারক আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অনলাইনে পণ্য-বিক্রয় সেবা প্রদানের নামে গ্রাহকদেরকে অভিনব কৌশলে প্রতারিত করার অভিযোগে সাত প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।


বুধবার রাতে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।


তিনি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


জানা যায়, অনলাইনে পণ্য বিক্রয়ের নামে অভিনব কৌশলে প্রতারণা চালিয়ে আসছিলো একটি চক্র। রাতে দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রের সাত ব্যক্তিকে আটক করা হয়।


বিবার্তা/খলিল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com