শিরোনাম
শাহজালালে সোয়া তিন কোটি টাকার সোনাসহ যাত্রী আটক
প্রকাশ : ২১ মে ২০১৯, ১৩:১১
শাহজালালে সোয়া তিন কোটি টাকার সোনাসহ যাত্রী আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ছয় কেজি সোনাসহ মোহাম্মদ রাজিব দেওয়ান (৩৫) নামে যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।


রাজিব মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহা পাড়ার নুরুল ইসলাম দেওয়ানের ছেলে।


ঢাকা কাস্টমস হাউসেরর উপ কমিশনার অথেলো চৌধুরী বলেছেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সোমবার রাজিব সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। তাকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়।


তিনি বলেন, গ্রীন চ্যানেল পার হওয়ার পর তার দেহ তল্লাশি করতে চাইলে সে অসহযোগিতা করে। পরে আর্চওয়ে মেশিনে তার প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়।


তিনি আরো বলেন, পরে প্যান্টের বিভিন্ন অংশ থেকে সাদা রংয়ের স্কচটেপে মোড়ানো ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়। সেখানে ৬৫টি সোনার বার পাওয়া যায়, যার প্রতিটির ওজন ১০০ গ্রাম। এসব বারের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৫ লাখ টাকা।


রাজিবকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com