শিরোনাম
নির্বাচনে কোটি টাকা বিতরণ, গ্রেফতার ১
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৫:৪১
নির্বাচনে কোটি টাকা বিতরণ, গ্রেফতার ১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকা বিরতরণের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সকাল ১১টার দিকে মতিঝিলের সিটি সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।


এ সময় তার কাছ থেকে নগদ আট কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।


তিনি বলেন, ওই ব্যবসায়ীর নাম আলী হায়দার। তিনি মতিঝিলের একটি আমদানি রফতানিকারী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের এমডি। গ্রেফতারের সময় নগদ প্রায় ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক জব্দ করা হয়। আমরা তাকে জিজ্ঞাসাবদ করছি।


নির্বাচন প্রভাবিত করতে এই টাকা বিতরণের পরিকল্পনা ছিল জানিয়ে র‌্যাবের ওই কর্মকর্তা জানান, গত কয়েক মাসে এই প্রতিষ্ঠান থেকে কয়েক’শ কোটি টাকা লেনদেন হয়েছে। বিদেশ থেকে টাকা আসছে। মূলত বিএনপি জামায়াতের প্রার্থীদের কাছে বিভিন্ন সময় টাকা এখান থেকে সরবরাহ করা হয়েছে।


বিবার্তা/খলিল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com