শিরোনাম
রাজধানীতে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৯:০১
রাজধানীতে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর তেজগাঁও স্টেশন এলাকা থেকে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, সোমবার গভীর রাতে তেজগাঁও স্টেশন রোডস্থ রেলওয়ে কলোনি সংলগ্ন ফোরকানিয়া মহিলা মাদ্রাসার পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারদের মধ্যে রয়েছেন- মো. জাহাঙ্গীর (৪০), মো, রুমন (২৬), মো. ওয়াদুদ (৩০), মো. খোরশেদ (২৪) ও মো. লালচাঁদ (২২)। তাদের কাছ থেকে একটি করে চাপাতি, ছুরি, চাকু, ড্যাগার ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।


তিনি আরো জানান, গ্রেফতারের পর তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় তারা ডাকাতিতে জড়িত বলে স্বীকার করেছে।


মুফতি মাহমুদ খান জানান, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে। এছাড়াও রাতের বেলায় তারা এরকম দুই বা ততোধিক দল একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে ঢুকে ডাকাতি করে থাকে।


র‌্যাবের ওই কর্মকর্তা জানান, তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের সুবিধাজনক স্থানে বিভিন্ন লোকজনদের চাপাতি, ছোরা, চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাদের জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।


বিবার্তা/খলিল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com