শিরোনাম
অপহরণ করে ক্রসফায়ারের ভয় দেখাত তারা: র‌্যাব
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৮, ১৪:১০
অপহরণ করে ক্রসফায়ারের ভয় দেখাত তারা: র‌্যাব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কাউলা থেকে আটক করা র‌্যাবের ভুয়া সদস্যরা অপহরণ করে অপহৃত ব্যক্তিদের ক্রসফায়ারেরর ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করত।


এমন তথ্য জানিয়েছের র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।


সোমবার দুপুরে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, সাম্প্রতি একটি চক্র নিজেদেরকে র‌্যাব পরিচয় দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অপহরণ, ছিনতাই, ডাকাতি, হত্যা-খুনসহ নানাবিধ অপরাধ চালিয়ে যাচ্ছে। এমন কয়েকটি অভিযোগ র‌্যাবের কাছে আসে।


পরে র‌্যাব বিষয়টি অনুসন্ধানে নামে। এক পর্যায়ে রবিবার রাতে রাজধানীর কাউলা এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।


আটকরা হলো- কাসেম ওরফে জীবন (৫৮), ইব্রাহিম খলিল (৪০), জাকির হোসেন সুমন (২৭), বিল্লাল হোসেন ওরফে আসলাম (৩২), আব্দুল মান্নান (৫০), সোহাগ (২৭) ও আরিফ (২৮)।


আটকরা সবাই ওই চক্রের সদস্য। তারা অপহরণ করে লোকজনকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিত বলে জানান মফুতি মাহমুদ খান।


তিনি বলেন, আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দু’টি হ্যান্ডকাফ, একটা ওয়াকিটকি সেট, দু’টি র‍্যাবের জ্যাকেট, একটি র‍্যাব বোর্ড, দু’টি সিগন্যাল লাইট, ছয়টি বড়লাঠি, দড়ি, চারটি চোখবাধার কালো কাপড়, ২৮ হাজার টাকা ও একটি কালো গ্লাসের মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।


তিনি আরো বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলেছে।


বিবার্তা/খলিল/জাকিয়া


>>রাজধানীতে র‌্যাব পরিচয়ে অপহরণ, আটক ৭

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com