
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ৪০ হাজার পিস ইয়াবাসহ ছয় জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার বিকালে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাস থেকে ছয়জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের নাম পরিচয় এখনো জানানো হয়নি। তবে তারা সবাই এসআইএসএস নামীয় ভূয়া সিকিউরিটি সার্ভিসের সদস্য।
এ ব্যাপারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, আটকদের কাছ থেকে সিকিউরিটি সার্ভিসের ইউর্নিফর্ম, ক্যাপ, রিফ্লেক্টিং রেল্ট ও নেম ব্যাজ উদ্ধার করা হয়েছে।
বিবার্তা/খলিল/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net