শিরোনাম
শাহবাগে বাসের ধাক্কায় একজনের প্রাণহানি
প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ১৪:২২
শাহবাগে বাসের ধাক্কায় একজনের প্রাণহানি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসকের গাড়িচালক প্রাণ হারিয়েছেন। বুধবার সকাল পৌনে ১১টার দিকে শাহবাগে ফুলে দোকানের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।


ওমর ফারুক (৫০) নামে ওই চালক চাঁদপুরের মতলব থানার মৃত আব্দুস সামাদের ছেলে।


শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহেদ জানান, গত পাঁচদিন আগে ফারুকের বাবা মারা গেছেন। বাবার দাফন সম্পন্ন করে মঙ্গলবার স্ত্রী মনুজা বেগমের চোখের চিকিৎসার জন্য তাকেও সঙ্গে নিয়ে আসেন। ঢাকায় এসে চিটাগাং রোডে আত্মীয় স্বপ্নার বাসাতে উঠেন মনুজা। সেখান থেকে স্বপ্নাকে সঙ্গে নিয়ে বুধবার সকালে চোখের চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে যাচ্ছিলেন মনুজা।


তাদের জন্য শাহবাগ মোড়ে দাঁড়িয়ে ছিলেন ফারুক। মোড়ে দাঁড়িয়ে দূর থেকে তাদের বহনকারী বাসটি দেখে এগিয়ে গেলে অন্য একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।


তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১১দিকে মৃত ঘোষণা করেন।


সাহেদ জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে।


পুলিশ জানায়, ঘটনার পর ওয়্যারলেসে খবর দেয়া হয়। সায়েন্স ল্যাবরেটরির সামনে মেসকাত পরিবহনের বাসটি থামিয়ে চালক আমিরুল ইসলামকে আটক করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। পরে বাসটিও জব্দ করা হয়। পরে চালক ও বাসটিকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।


বিবার্তা/নানা/খলিল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com