শিরোনাম
হাতিরঝিলে মাদকবিরোধী অভিযান, আটক ৭
প্রকাশ : ১০ জুলাই ২০১৮, ২১:৪৮
হাতিরঝিলে মাদকবিরোধী অভিযান, আটক ৭
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর হাতিলঝিল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।


সদ্য চালু হওয়া হাতিরঝিল থানার ওসি আবু মো. ফজলুল করিম এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, মঙ্গলবার প্রায় তিন ঘণ্টাব্যাপী হাতিরঝিল থানাধীন আমবাগান, পাগলা মাজার, চেয়ারম্যান গলি ও শাহ সাহেব বাড়ি মাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। তারা মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত।


নতুন থানা উদ্বোধনের পর প্রথম অভিযান চালানো হয়েছে এদিন। এর আগে গত শনিবার বিকেলে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে থানাটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।


এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক (আিইজিপি) ড. জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহা পরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার কৃঞ্চপদ রায়, যুগ্ম কমিশনার (ডিবি) শেখ নাজমুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



উল্লেখ্য, ঢাকা মহানগরীতে ৪৯ টি থানা ছিল। হাতিরঝিল থানা উদ্বোধনের মাধ্যমে ডিএমপিতে ৫০ থানা হলো। নতুন ওই থানায় ৭১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।


বিবার্তা/খলিল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com