শিরোনাম
মাদকবিরোধী অভিযান
দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীর কারাদণ্ড
প্রকাশ : ১১ জুন ২০১৮, ১০:৪০
দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীর কারাদণ্ড
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীসহ মোট ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।


রবিবার বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত এই অভিযানে মোট ৫৪ জনকে আটক করা হয়।


সাজাপ্রাপ্তদের মধ্যে ২৮ জন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) ও চারজন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। বাকি চারজন এলাকার মাদক বিক্রেতা।


র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেছেন, র‍্যাব ১’র নেতৃত্বে বসুন্ধরা বি-ব্লকের নয় নম্বর রোডের একটি বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ জন আটক করা হয়। এ সময় ২২ থেকে ২৩ জনের ব্যাগে তল্লাশি করে গাঁজা পাওয়া যায়।


অন্যদিকে র‍্যাবের পৃথক অভিযানে রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, আদাবর ও শেরেবাংলা নগর এলাকা থেকে ৩৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


এ সময় তাদের কাছ থেকে ১৫২ পিস ইয়াবা, ১ কেজি গাজা ও ২৫ পুড়িয়া হিরোইন উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ২৪ হাজার ৩৫ টাকা ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com