শিরোনাম
রস-এর ফ্যাক্টরিকে ১২ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ৩০ মে ২০১৮, ২২:১২
রস-এর ফ্যাক্টরিকে ১২ লাখ টাকা জরিমানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিষ্টি ও সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠান রস মিষ্টি ফ্যাক্টরিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এ অভিযান শেষ হয় বেলা আড়াইটায়।


এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কোনরূপ মান নিয়ন্ত্রণ ছাড়া মিষ্টি, দইসহ মিষ্টান্ন উৎপাদন ও উৎপাদিত মিষ্টি সামগ্রী যথাযথভাবে সংরক্ষণ না করাসহ অস্বাস্থ্যকর পরিবেশে মান নিয়ন্ত্রণ ছাড়াই সেমাই তৈরী এবং কোনো প্রকার খাদ্য গুণাগুণ ব্যবহার না করার বিষয়টি পরিলক্ষিত হয়।


এ ছাড়াও ফ্যাক্টরির তিন তলা বিল্ডিংয়ের প্রতিটি তলায় অপরিশোধিত পানি দিয়ে মিষ্টি ও সেমাই তৈরী করাহচ্ছে।


এরই প্রেক্সিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলম রস লিমিটেড ফ্যাক্টরির ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে ১২ লাখ টাকা জরিমানা করেন।


র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সারওয়ার আলম, র‌্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী ও বিএসটিআই’র ফিল্ড অফিসার রিগ্যাল বৈদ্য এ অভিযানে অংশ নেন।


বিবার্তা/খলিল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com