শিরোনাম
রাজধানীতে পাঁচ মাংস ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ২৫ মে ২০১৮, ১৭:২৬
রাজধানীতে পাঁচ মাংস ব্যবসায়ীকে জরিমানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে মাংস বাজারে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় পাঁচ মাংস বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।


র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কাপ্তান বাজারে মাংসের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় সিটি করপোরেশনের নির্ধারিত মূল্য অমান্য করে বেশি মূল্যে মাংস বিক্রি, পচা মাংস বিক্রি ও ওজনে কম দেয়ার অভিযোগে পাঁচজনকে সাজা প্রদান করা হয়েছে। এছাড়াও ছয় লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


তাদের কাছ থেকে চার মণ পচা মাংস জব্দ করা হয়েছে জানিয়ে সারওয়ার আলম আরো জানান, জব্দ হওয়া মাংস বাজারের ফ্রিজে রাখা ছিল। যা প্রায় দীর্ঘ ছয় মাস আগের। জব্দ হওয়া মাংস বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে বিক্রি করা হতো। এছাড়াও গরুর মাংসের কেজি ৪৫০ টাকা ও বিদেশি গরুর মাংস ৪২০ টাকা নির্ধারণ থাকলেও কাপ্তান বাজারের এসব দোকানিরা ৫০০ টাকা দরে মাংস বিক্রি করতে দেখা গেছে। পাশাপাশি ভেড়ার মাংস ৬০০ টাকা নির্ধারণ থাকলেও তা ৭০০ টাকা ও ছাগলের মাংস ৭২০ টাকা নির্ধারণ থাকলেও সেখানে ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিলো।


বিবার্তা/খলিল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com