শিরোনাম
সুমন হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার ৫
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৯
সুমন হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার ৫
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সহিংসতায় নিহত সুমন সিকদার হত্যাকান্ডের সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে এ ঘটনায় রহস্যও উদঘাটন করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন- মো. রাসেল (২১), মো. আল আমিন খান (২২), মো. ইমরান (১৯), মো. শাকিল (২০) ও মো. রাজীব (২০)।


ডিএমপির গোয়েন্দা পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গত ১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রহিম বেপারীর ঘাট এলাকায় সুমন শিকদারকে হত্যা করা হয়। এ ঘটনায় সুমনের বাবা বাদি হয়ে গত ২ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলাটি তদন্ত শুরু করে ডিবি পুলিশ। তদন্তকালে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান সনাক্ত করে অভিযান চালানো হয়। এ সময় পৃথক স্থান থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।


তিনি আরো জানান, গ্রেফতারকৃদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় সুমন হত্যার সাথে জড়িতের কথা স্বীকার করেছে তারা।


উল্লেখ্য, রাজধানীর লালমাটিয়া এফ ব্লকের ৪/২ ভবনের কেয়ারটেকার আনোয়ার আহমেদ শিকদারের ছেলে নিহত সুমন। এ ভবনের নিচতলায় বাবা-মায়ের সাথে থাকত সে।


বিবার্তা/খলিল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com