
রাজধানীর বনানী এলাকা থেকে কষ্টিপাথরের মূর্তিসহ চোরাচালানি চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। উদ্ধার হওয়া কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তিটি কোটি টাকা মূল্যের বলে জানিয়েছে র্যাব।
বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর বনানী থানা এলাকার জলখাবার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আসামিদের নাম-পরিচয় জানা যায়নি।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাতে রাজধানীর বনানীর জলখাবার রেস্টুরেন্টে একটি চোরাচালানি চক্র অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১০ একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তিসহ ৩ জনকে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]