
রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের এক শিশু গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমের মা বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে কামরাঙ্গীরচর থানার ওসি মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর দ্বিতীয় তলা নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটার মধ্যে ওই ১৩ বছরের শিশুকে নিয়ে পাঁচজনের একটি গ্যাং ধর্ষণ করে।
পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই শিশুটির পরিবারের সদস্যরা তাকে নিয়ে থানায় উপস্থিত হয়।
শিশুটি অসুস্থ থাকার কারণে দ্রুত তাকে রাতেই ঢাকা মেডিকেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, শিশুটির মা নিজেই বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন।
ওসি বলেন, মামলায় পাঁচজন ছেলে থাকলেও শিশুটির এক বান্ধবীকে আসামি করা হয়েছে। ওই বান্ধবীর মাধ্যমে এক ছেলের সাথে তার পরিচয়। এক পর্যায়ে ওই শিশুটিকে সুকৌশলে নির্মাণাধীন ভবনের নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতারের জন্য পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে।
বিবার্তা/খলিল/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]