শিরোনাম
চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৯, ১৮:৩১
চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।


বিএসটিআইয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) মো. রেজাউল করিম সরকার জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা মহানগরীর এলিফ্যান্ট রোড এলাকার মেসার্স রহমান অ্যান্ড কোং এর ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ডিপ রড ব্যবহার করায় ৩০ হাজার টাকা জরিমানা ও মামলা করা হয়।


এছাড়াও একই এলাকার মেসার্স মিঠু কার্পেট, মেসার্স দি রেমন্ড শপ ও মেসার্স সেন্ট মাইকেল ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজ কাঠি ব্যবহার করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠান তিনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্ব সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন, পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. ইনজামামুল হক অংশ নেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com