শিরোনাম
রোহিঙ্গাদের নামে এনআইডি: ইসি কর্মকর্তা শাহানুর আটক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫০
রোহিঙ্গাদের নামে এনআইডি: ইসি কর্মকর্তা শাহানুর আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা শাহানুর মিয়াকে আটক করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ইসির যুগ্ম সচিব ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) আবদুল বাতেন এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, সোমবার বিকেলে নির্বাচন ভবন থেকে শাহানুর মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শাহানুর এনআইডি নিবন্ধন অনুবিভাগের টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কর্মরত।


ইসির এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আমরা শুধু কাউন্টার টেররিজম নয়, ডিবি, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তা নেবো।


এর আগে চট্টগ্রামের ডাবলমুরিং থানার অফিস সহায়ক জয়নালকে গত সপ্তাহে গ্রেফতার করে পুলিশ। এরপর রবিবার ডাটা এন্ট্রি অপারেটর পাভেল বড়ুয়া, কোতোয়ালি থানার ডাটা এন্ট্রি অপারেটর মো. শাহীন, বন্দর থানার ডাটা এন্ট্রি অপারেটর মো. জাহিদকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।


এবারের হালনাগাদে ৬১ জন রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অপচেষ্টা করা হয়েছে জানিয়েছে ইসি।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com