আলোকচিত্রী শাহরিয়ার ফারজানার আলোকিত পথচলা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২, ২২:০২
আলোকচিত্রী শাহরিয়ার ফারজানার আলোকিত পথচলা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কৃতি সন্তান আলোকচিত্র শিল্পী শাহরিয়ার ফারজানা। তার বহু আলোকচিত্র ইতোমধ্যে শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে। ‘ডিরি ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস ২০২২’-এ তিনি ‘‘বেস্ট অথর’’ পুরস্কার পেয়েছেন।


সম্প্রতি ২০২১ সালের 'অনন্যা শীর্ষ দশ সম্মাননা' পেয়েছেন আলোকচিত্র শিল্পী শাহরিয়ার ফারজানা। শনিবার বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটরিয়ামে ‘পাক্ষিক অনন্যা’ ও দৈনিক ইত্তেফাক এর সম্পাদক তাসমিম হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও অন্যান্য পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।



নির্দিষ্ট কর্মক্ষেত্রে নারীর উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এই সম্মাননা দেওয়া হয়। ঢাকার বাইরে থেকে যারা এই সম্মাননা অর্জন করেছেন তাঁদের মধ্যে অন্যতম শাহরিয়ার ফারজানা।


আলোকচিত্রী শাহরিয়ার ফারজানার একটি ছবি রাশিয়ার ‘সিক্সথ থার্টিফাইভ অ্যাওয়ার্ডস-ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ২০২০’-এ আন্তর্জাতিক আলোকচিত্র-প্রতিযোগিতায় ‘ওয়ান অব দ্য বেস্ট ফটোগ্রাফার্স’ পুরস্কার অর্জন করেছে।


এই প্রতিযোগিতায় সারা বিশ্বের ১৭৩টি দেশের ১,২৩,৪১৮ জন আলোকচিত্রীর মোট ৪,৪৪,০০০ ছবি অংশগ্রহণ করেছিল। বিভিন্ন ছবির পক্ষে মোট ভোট পড়েছে ১১৯.৩ মিলিয়ন। ‘স্ট্রিট ফটো’ বিভাগে বিশ্বের সেরা ৩৫টি ছবির মধ্যে শাহরিয়ার ফারজানার ছবি জায়গা করে নিয়েছে। এছাড়া তাঁর ছবিটি বিশ্বের সেরা ১০০ ছবির অন্যতম ছবি এবং ‘বেস্ট ফটো ইন দ্য কান্ট্রি বাংলাদেশ’ হিসেবে অ্যাওয়ার্ড অর্জন করেছে।


‘চেঞ্জ দ্য থট’ শীর্ষক শাহরিয়ার ফারজানার পুরস্কার বিজয়ী ছবিটিতে দেখা যায়, সমুদ্রসৈকতে মাদ্রাসা-পড়ুয়া হাস্যোজ্জ্বল ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে জনৈক পর্দানশীন শিক্ষয়িত্রী সেলফি তুলছেন। মাদ্রাসার ধর্মীয় রক্ষণশীল পরিবেশে বেড়ে উঠলেও আধুনিক স্মার্টফোনের নানাবিধ ব্যবহার তথা ডিজিটাল প্রযুক্তির প্রতি এখন দেশের সাধারণ মানুষ ও শিশুদের আগ্রহ বাড়ছে এবং তাদের চিন্তাচেতনায় বেশ পরিবর্তনের ছোঁয়া লাগছে।


আলোকচিত্রী শাহরিয়ার ফারজানা নিয়মিত মাসিক পত্রিকা ‘নারীকণ্ঠ’-র সম্পাদক ও প্রকাশক এবং তরুণী শিক্ষার্থীদের জন্য গঠিত প্রণোদনামূলক সামাজিক সংগঠন ‘নারীকণ্ঠ স্বপ্নডানা’-র উদ্যোক্তা।


নারীকণ্ঠ ম্যাগাজিনটি প্রকাশের পরপরই হঠাৎ তোলপাড় হয়। নারীদের নিয়ে এককভাবে কোনো পত্রিকা প্রকাশ ও এর প্রচারশীর্ষ সবাইকে কিছুটা অবাক করে দেয়। ফারজানা থেমে থাকেনি, চালিয়ে গেছে তার কাজ, অদম্য স্পৃহা নিয়ে। ছবি তোলার পাশাপাশি শাহরিয়ার ফারজানা নিয়মিত প্রকাশিত নারীসচেতনতামূলক পত্রিকা নারীকণ্ঠ-র প্রকাশক ও সম্পাদক। এছাড়া তিনি নবীন নারীপ্রজন্মের জন্য ‘নারীকণ্ঠ স্বপ্নডানা’ নামে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এ-প্রতিষ্ঠান ইতিমধ্যে বহু সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছে, যেগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থীদের সচেতনতার জন্য সেমিনার ও আলোচনাসভার আয়োজন, পথশিশুদের জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা, নারীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্বতন্ত্র টয়লেট নির্মাণের দাবিতে প্রচারণা ইত্যাদি।


তাঁর অর্জিত আন্তর্জাতিক পুরস্কারের মধ্যে ‘‘এইটি ফার্স্ট ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক স্যালন অব জাপান (দ্য আশাহি শিমবুন) ২০২১’’, ‘সিক্সথ থার্টিফাইভ অ্যাওয়ার্ডস-ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ২০২০’-এ (রাশিয়া) ‘‘ওয়ান অব দ্য বেস্ট ফটোগ্রাফার্স’’, ‘পিংক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২০’-এ ‘‘হাইলি রিকমন্ডেড অ্যাওয়ার্ড’’, ‘হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতৌম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস (হিপা) ২০২২’-এ ‘‘ফাইনালিস্ট’’, ‘ডিরি ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস ২০২২’-এ ‘‘ডিরি গোল্ড মেডেল’’, ‘ইন্টারন্যাশনাল কমপিটিশান ইউনিভার্সাল ইমেজ সার্কিট ২০২০ জেসিএম’-এ ‘‘ডব্লিউপিএআই গোল্ড মেডেল’’, ‘ফিফ্থ নরডিক ইন্টারন্যাশনাল ডিজিটাল সারকিট ২০২০’-এ ‘‘জিপিও (গ্লোবাল ফটোগ্রাফিক ইউনিয়ন) গোল্ড মেডেল’’, ‘ফোর্থ বিপিএস ইন্টারন্যাশনাল ফাটোগ্রাফি কমপিটিশান এন্ড একজিবিশান ২০১৯’-এ ‘‘পিএসএ গোল্ড মেডেল’’, ‘ফোয়েনিক্স ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি প্ল্যান্ট অ্যাওয়ার্ড ২০১৯’-এ ‘‘পিএসএ (ফটোগ্রাফি সোসাইটি অব আমেরিকা) গোল্ড মেডেল’’, ‘থার্ড মাহফুজ উল্লাহ মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট ২০১৯’-এ ‘‘পিএসএ (ফটোগ্রাফি সোসাইটি অব আমেরিকা) গোল্ড মেডেল’’, ‘সেভেন্থ অলিম্পিক ফটো সার্কিট ইস্টারন্যাশনাল ফটোগ্রাফি কমপিটিশান এন্ড এক্সিবিশান ২০১৯’-এ ‘পিএসএ গোল্ড মেডেল’, ‘কালার্স অব বাংলাদেশ ২০১৯’-এ (ইউনেস্কো) ‘‘বেস্ট ফিমেল ফটোগ্রাফার অ্যাওয়ার্ড’’, ‘ফোরটিন্থ বিপিএস-এইচপি ২০১৯’-এ ‘‘বেস্ট ফিমেল ফটোগ্রাফার অ্যাওয়ার্ড’’, ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কমপিটিশান এন্ড এক্সিবিশান ২০১৯’-এ ‘‘এফআইপি সিলভার অ্যাওয়ার্ড’’ ‘সেকেন্ড জর্জিয়া ইন্টারন্যাশনাল ফটো স্যালন ২০২০’-এ ‘‘স্যালন সিলভার মেডেল’’, ‘ইন্টারন্যাশনাল স্যালন নিউ ইয়র্ক (আইএসএনওয়াই) ২০২০’-এ ‘‘ফিয়াপ এইচএম রিবন’’, ‘ডিরি ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস ২০২২’-এ ‘‘জিপিইউ সিলভার মেডেল’’, ‘ডিরি ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস ২০২২’-এ ‘‘এসএসএস সিলভার মেডেল’’, ‘ইন্টারন্যাশনাল ইকজিবিশান অব আর্ট ফটোগ্রাফি নিউ ওয়ার্ল্ড ফটো কনটেস্ট ২০২০’-এ আইএএপি সিলভার মেডেল’’, ‘সেকেন্ড জর্জিয়া ইন্টারন্যাশনাল ফটো স্যালন ২০২০’-এ ‘‘স্যালন সিলভার মেডেল’’, ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এন্ড একজিবিশান ২০১৯’-এ ‘‘এফআইএপি সিলভার অ্যাওয়ার্ড’’, ‘ফার্স্ট মাহফুজ উল্লাহ মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট ২০১৭’-এ ‘‘এমএম স্যালন সিলভার মেডেল’’, ‘পাবলিক হেল্থ ফটো কনটেস্ট ২০১৯’-এ ‘‘রানার-আপ অ্যাওয়ার্ড’’, ‘সেকন্ড আইজিপিএস (ইমেজ ঘর ফটোগ্রাফিক সোসাইটি) ন্যাশনাল ফটোগ্রাফি কমিপিটিশান এন্ড একজিবিশান ২০১৯’-এ ‘‘ফার্স্ট প্রাইজ’’, ‘সেভেন্থ কেপিএস (খুলনা ফটোগ্রাফি সোসাইটি) ন্যাশনাল কমপিটিশান এন্ড একজিবিশান ২০১৯’-এ ‘‘সেকেন্ড প্রাইজ’’ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।


আলোকচিত্র ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি ব্রিটিশ কাউন্সিল-এর ‘‘লিপিং বাউন্ডারিস ২০১৯’’, চট্টগ্রাম লেডিস ক্লাব-এর ‘‘গুণিজন সম্মাননা স্মারক ২০২২’’, রোটারি ক্লাব অব অ্যানশেন্ট চিটাগাং ও রোটারি ক্লাব অব সাগরিকা-র ‘‘ভোকেশনাল এক্সেলেন্সি অ্যাওয়ার্ড ২০১৯’’, জীবনের জন্য ফাউন্ডেশন-এর ‘‘মাদার তেরেসা শাইনিং পারসোনালিটি অ্যাওয়ার্ড ২০১৭’’-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।


বিবার্তা/জাহেদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com