
নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা রাহি ট্রাভেলস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের মাসুদ পেট্রল পাম্পের বিপরীত পাশে এ অগ্নিসংযোগ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, রাতে মাসুদ পেট্রল পাম্পের বিপরীতে সড়কের পাশে রাহি ট্রাভেলস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টির তদন্ত করা হবে।
মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান বলেন, বাসের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। এ সময় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]