
রাজধানীর চকবাজারের বিসমিল্লাহ হোটেল থেকে আনসার বেপারী (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই হোটেলের বাবুর্চির কাজ করতেন ।
সোমবার( ২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে ইমামগঞ্জের সরদার টাওয়ার সংলগ্ন বিসমিল্লাহ হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) নুরুদ্দিন তিনি জানান, আমরা আজ সকালের দিকে খবর পেয়ে ইমামগঞ্জের বিসমিল্লাহ হোটেলের গোডাউন থেকে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত আনসার ব্যাপারীর গ্রামের বাড়ি ফরিদপুরের সদর উপজেলার নাগেরপাড়া গ্রামে। আমরা জানতে পেরেছি সে ১০ বছর যাবত ওই হোটেলে বাবুর্চি হিসেবে কাজ করে আসছেন।
এটা হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গের রাখা হয়েছে ময়না তদন্ত প্রতিবেদন রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]