
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. নিজামুল হক ভূইয়াকে চিঠির খামে ‘সাদা কাপড়ের টুকরা’ পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে।
১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার ওই অধ্যাপক ইনস্টিটিউটের ঠিকানায় ‘খাকি খামের চিঠিটি’ হাতে পান। ২০ সেপ্টেম্বর বুধবার বিষয়টি বিবার্তাকে নিশ্চিত করেছেন ড. মো. নিজামুল হক ভূইয়া।
তিনি বলেন, আমরা যারা টকশোসহ বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের পক্ষে কথা বলি তাদের দমিয়ে দিতে এই ঘটনা অপপ্রয়াস বলে আমি মনে করি।
এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া। সেখানে ওই অধ্যাপক চিঠির খামে ‘সাদা কাপড়ের টুকরা’ ছাড়াও ‘বিভিন্ন শিরোনামে’ কয়েকটি কাগজ পেয়েছেন বলে উল্লেখ করেছেন।
সাধারণ ডায়েরিতে তিনি লিখেছেন, ‘১৯ সেপ্টেম্বর সকাল অনুমান ১১টা ১৫ মিনিটের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে আমার অফিস কক্ষে আমার নামে একটি খাকি খামের চিঠি আসে। বিকাল অনুমান ৩টা ২০ মিনিটে বিভাগের (২য় তলা) অফিস কক্ষ থেকে আমার ব্যক্তিগত (একই ভবনের নিচ তলা) কক্ষে অফিস স্টাফ মো. ইমরান হোসেন (২৬) খাকি খামের চিঠিটি আমার কাছে দেন।
ড. মো. নিজামুল হক ভূইয়া আরও লিখেছেন, ‘আমি খামটি আমার বিভাগের সহকর্মী সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের উপস্থিতিতে খুলে লাল কালির মার্কার দিয়ে হাতে লেখা একটি কাগজ, যাতে ইংরেজি ভাষায় অশ্লীল বাক্য লেখা; ‘শেখ মুজিবের আসল বংশ পরিচয়’ শিরোনামে এ-৪ সাইজের একটি কাগজ; ‘দোস্তি: ত্রিশ লক্ষ লাশের উপর’ শিরোনামে বঙ্গবন্ধুসহ অন্যান্য ব্যক্তিবর্গের ছবি সম্মিলিত এ-৪ সাইজের একটি কাগজ, এবং ছোট এক টুকরা সাদা কাপড় দেখতে পাই।’
বিবার্তা/রাসেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]