
রাজধানীর গুলশানের শাহজাদপুর পূর্ণিমা হোটেল থেকে ১০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি হারুন অর রশিদ (২৮) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। শনিবার (৩ জুন) সকাল পৌনে ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোহাম্মদপুর সার্কেলের পরিদর্শক মো. শাহিনুল কবির। তিনি বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে একটি টিম গুলশানের শাহজাদপুর পূর্ণিমা হোটেলে অবস্থান করে। এরপর হারুন অর রশিদকে আমরা আটক করি। তার কাছে থাকা ব্যাগ থেকে প্যাকেটে মোড়ানো ১০ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, সকালেই সে টেকনাফ থেকে ঢাকায় আসে মাদকের চালান নিয়ে। তাকে দেখে কোনোভাবেই সন্দেহ করার অবকাশ নেই। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/এমএইচ/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]