
রাজধানীর উত্তরা এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। ২৯মে, পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মো. শফিকুল ইসলাম ও মহিউদ্দিন আলী নাজির।
৩০ মে, মঙ্গলবার এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।
তিনি জানান, সোমবার (২৯ মে) র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার উত্তরা থানাধীন আজমপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
অন্য এক অভিযানের বিষয়ে তিনি বলেন, র্যাব-১০ এর উক্ত একটি দল রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদ্দিন রোড এলাকায় অন্য একটি অভিযান পরিচালনা করে দুটি মামলায় এক বছর করে দুই বছর ও অন্য একটি মামলায় ৬ মাস করে সর্বমোট দুই বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মহিউদ্দিন আলী নাজিরকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামিরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল।
গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/সউদ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]