
রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের একটি বাসায় মো. মাশরুর রহমান (১৮) নামে এক স্কুল ছাত্রর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
৩০ মে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পৌনে ৩ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন ।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার বাবা মো. মিজানুর রহমান বলেন, আমার ছেলে রাজারবাগ পুলিশ লাইনন্স স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শাখার এসএসসি পরীক্ষার্থী ছিল। লেখাপড়ার ফাঁকি দেয়ার কারণে বকাঝকা করায় সে অভিমান করে বাসার বারান্দার গ্রিলের সাথে ওড়না গলায় পেঁচিয়ে ঝুলে পড়ে। ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, তাদের গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপ-জেলার কৃষ্ণরামপুর গ্রামে। বতর্মানে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের একটি বাসায় থাকেন। তার তিন ছেলের মধ্যে মাশরুর ছিল সবার বড়।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিবার্তাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]