রাজধানীর খিলগাঁও আফতাবনগরে একটি খালে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে তামজীদ আহমেদ ( ১৮ ) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
রবিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে বন্ধুরা মিলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু সাহিল আহম্মেদ বলেন, তামজীদসহ কয়েকজন বন্ধু মিলে আফতাবনগর চায়না ফ্যাক্টরির পাশে একটি খালে গোসল করতে যাই। কিছুক্ষণ পর সে তলিয়ে যায়। পরে পানির নীচ থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত তামজিদের বাসা গুলবাগ শান্তিবাগ এলাকায়। তার বাবা একজন অ্যাডভোকেট । নিহত তামজিদ বিএম মডেল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বিবার্তাকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এ ঘটনায় মৃতের ২ বন্ধু সাহিল ও শাহিদকে আটক করা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]