
রাজধানীর হাজারীবাগের জাফরাবাদের একটি বাসায় মায়ের সাথে অভিমান করে প্রযুক্তা সাহা (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে এঘটনা ঘটে। তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা তার বাবা শ্যামাপ্রসাদ সাহা বলেন, প্রযুক্তা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ও লেভেল করেছে। মোবাইলে গেমস খেলতে গিয়ে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে। গত সপ্তাহে বিষয়টি জানার পরে তার কাছ থেকে তার মা মোবাইল ফোন কেড়ে নেয়। পরে সে অভিমান করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তিনি আরও বলেন, আমি একটি অ্যাগ্রিকালচার কোম্পানিতে চাকরি করি। আমাদের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার রথখলা গ্রামে। বর্তমানে জাফরাবাদ রোডের হাজারিবাগ ঋষিপাড়া গলিতে বসবাস করি। প্রযুক্তা আমার একমাএ কন্যা সন্তান ছিল।
ঢামেক পুলিশ ফাঁড়ির মোহাম্মদ বাচ্চু মিয়া বিবার্তাকে বলেন, স্কুল শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]