
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে আশিক বেপারী (২৫) নামে এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। আশিক শরীয়পুরের ডামুড্যা থানার ধর্ষণ মামলার পলাতক আসামি।
১ এপ্রিল, শনিবার সকালে কেরাণীগঞ্জের আব্দুল্লাহ্পুর বাজার এলাকায় একটি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার র্যাব-১০। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ১ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর এএসপি এনায়েত করিম।
তিনি জানান, আশিক ডামুড্যা উপজেলার ধর্ষণ মামলার আসামি। তিনি এই ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/রিয়াদ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]