
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চাঞ্চল্যকর আব্দুল্লাহ আল সোহান হত্যা মামলার ২ আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০। ৩০ মার্চ, বৃহস্পতিবার কুমিল্লার মেঘনা উপজেলার মোল্লাকান্দী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
০১ এপ্রিল, শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এএসপি এনায়েত করিম। গ্রেফতাররা হলেন- মো. সাজিদ হোসেন (২১) ও মো. সোহেল (২২)।
তিনি জানান, গ্রেফতাররা যাত্রাবাড়ীর চাঞ্চল্যকর আব্দুল্লাহ আল সোহান হত্যা মামলায় পলাতক আসামি তারা। তারা পলাতক ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহান হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা এই হত্যা মামলার এজহারভুক্ত আসামি।
এনায়েত করিম আরও জানান, তারা ওই হত্যাকাণ্ডের পর নিজেদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য কুমিল্লা জেলার মেঘনা এলাকায় আত্মগোপনে ছিলেন।
বিবার্তা/রিয়াদ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]