
রাজধানীর লালবাগ বেড়িবাঁধে কাভার্ডভ্যানের ভ্যানের ধাক্কায় সানজিদা আক্তার তামান্না (২৭) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
লালবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আখতার হোসেন বিবার্তাকে জানান, খবর পেয়ে শুক্রবার দিনগত রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায় পুলিশ। সেখানকার চিকিৎসক ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, নিহত শিক্ষার্থী ধানমন্ডি থেকে লালবাগের উদ্দেশ্যে মোটরবাইকে (পাঠাও) যাবার সময় লালবাগ বেড়িবাঁধের পাশে শামীম গার্মেন্টসের সামনে একটি কাবার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর জখম হয়।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]