শিরোনাম
আজমপুরে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ১৫:২২
আজমপুরে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আহাম্মেদ সানি ওরফে হানিফ (১৮), নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।


রবিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।


পরে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই ) সানু মাংমারমা উক্ত ফাড়ির কনস্টেবল আজিম হোসেনের মাধ্যমে দুপুর সাড়ে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।


এস আই সানু মং মারমা তিনি বি বার্তাকে জানান, নিহত আহমেদ সানি তার বাসা মোল্লার টেক এলাকায়। সে স্থানীয় একটি মসজিদে ফজর নামাজ শেষে বাসায় ফেরার পথে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ট্রেনে কাটা পড়ে খন্ড বিখন্ড হয়ে যায়। পরে আমরা তাদের পরিবারদের খবর দিলে তারা এসে মৃতদেহ সনাক্ত করেন।


নিহতের পরিবারদের বরাত দিয়ে সানুমং মারমা বলেন, নিহত আহমেদ সানি,হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার পিতার নাম আবুল বাশার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার, বিরই থানা,পাগলা গ্রামে। বর্তমানে ২২৫ মোল্লার টেক হাউয়াই রোড দক্ষিণখান এলাকায় মা বাবার সাথে ভাড়া বাসায় থাকতেন দুই বোন এক ভাই সে ছিল বড়।


তিনি আরো বলেন, ময়না তদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।


বিবার্তা/বুলবুল/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com