শিরোনাম
সড়কে বিশৃঙ্খলা: ‘আইন প্রয়োগের ব্যর্থতা এবং সদিচ্ছার অভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ২০:৪০
সড়কে বিশৃঙ্খলা: ‘আইন প্রয়োগের ব্যর্থতা এবং সদিচ্ছার অভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিবার্তা প্রতিবেক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকার ব্রাক সেন্টারে সড়কে বিশৃঙ্খলার কারন এবং এর উত্তরণের উপায় ‘স্বপ্নের দেশ’ সংগঠনটির উদ্যোগে নিজের দেশ নিজে গড়ি স্লোগানকে ধারন করে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।


সড়ক অব্যবস্থাপনা নিয়ে হয়েছে আন্দোলন, হয়েছে নতুন আইন, সরব হয়েছে পুলিশের ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট দফতরগুলো। তবুও সড়কে ফিরছে না শৃঙ্খলা। এখনও সড়কে রয়েছে স্পষ্ট অব্যবস্থাপনা। সড়কে কেন ফিরছে না শৃঙ্খলা? সড়ক নিরাপত্তা এবং আমাদের সমাজের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো নিয়ে ‘স্বপ্নের দেশ’ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ববি হাজ্জাজ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।


এই সেমিনারের সঞ্চালনা করেছেন ‘স্বপ্নের দেশ’ সংগঠনের উপদেষ্টা মোমিনুল আমিন। এছারাও সেখানে, মূল প্রবন্ধ পাঠ করেন ব্যারিস্টার শাহেদুল আজম। সেমিনারে বক্তব্য রাখেন, ড. নাজমুল আহসান কলিমুল্লাহ,ডাঃ আব্দুন নূর তুষার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। সাইদুর রহমান, নির্বাহী পরিচালক, রোড সেফটি ফাউন্ডেশন, মোজাম্মেল হক চৌধুরী মহাসচিব, (যাত্রী কল্যাণ সমিতি)।


এসময় সেমিনারে আরও বক্তব্য রাখেন, ব্যারিস্টার তাসনুভা শেলী, এডভোকেট, সুপ্রিম কোর্ট বাংলাদেশ। মি. আনায়েত রশিদ, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ট্রাক লাগবে, পরিচালক, লালমাই গ্রুপ।


বিবার্তা/মাসুদ/এমএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com