রিজভীর মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ১৪:৫৬
রিজভীর মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ‘রুহুল কবির রিজভী আহমেদ মুক্তি পরিষদের বনানী থানা।’


১৫ মার্চ বুধবার রাজধানীর কাকরাইল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে আবারও নয়া পল্টনে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা রুহুল কবির রিজভীর মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


তারা বলেন, গুরুতর অসুস্থ রিজভীকে গত ৭ ডিসেম্বর অন্যায়ভাবে গ্রেফতার করে গত ৩ মাস ৮ দিন কারারুদ্ধ করে মানসিকভাবে নির্যাতন করছে সরকার। তাকে একটার পর একটা মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। তখন দেশে ও পরে বিদেশে তার পেটে অস্ত্রোপচার হয়। তিনি অন্যের সাহায্য ছাড়া হাঁটা চলা করতে পারেন না। রিজভীর প্রতি অমানবিক, অসাংবিধানিক ও নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত।


এসময় অবিলম্বে রিজভীর মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ।


মিছিলে নেতৃত্ব দেন বনানী থানা বিএনপির নেতা হাবীবুল্লাহ হবি, রানা আহমেদ, বশির আহম্মেদ টিটু, গিয়াস উদ্দিন, মো. ফজলু মিয়া, আক্তার হোসেন, মোস্তফা আহমেদ প্রমুখ।


বিবার্তা/কিরণ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com