
রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় শাহ আলম নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে এই দুর্ঘটনাটি ঘটে। পরে বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।
নিহত শাহ আলম কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কাসই গ্রামের আনোয়ার উল্লাহর ছেলে।
রেলওয়ে থানার এসআই মোহাম্মদ সেকেন্দার আলী বিবার্তাকে বলেন, রাতে কমলাপুর থেকে ছেড়ে আসা লালমোহন এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান শাহ আলম। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য আজ দুপুরে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, নিহত শাহ আলম মগবাজারের স্বাধীন রেস্টুরেন্টে কর্মচারী ছিলেন। রাতে হয়তো কোন কারণে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার পথে ট্রেনে ধাক্কা খায় শাহ আলম। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বিবার্তা/বুলবুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]