
রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুরে বাথরুমের ভিতর বালতিতে পড়ে আফিফা আক্তার নামে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে এই ঘটনাটি ঘটে। স্বজনেরা শিশুটিকে সচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে দুপুর দেড়টার দিকে শিশু আফিফাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশু আফিফা আক্তার শরীয়তপুরের পালং উপজেলার চর সিংগারিয়া গ্রামের কামাল হোসেনের সন্তান। বর্তমানে শ্যামপুর মাইনুদ্দিন রোডের একটি চতুর্থ তালায় ভাড়া বাসায় থাকেন আফিফার পরিবার।
শিশুর চাচা কবির হোসেন বিবার্তাকে বলেন, দুপুরে আফিফার মা সোনিয়া বেগম রান্না ঘরে পাক করছিল। বাথরুমের দরজা খোলা থাকায় বালতির পানিতে ডুবে শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বিবার্তাকে বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে শ্যামপুর থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]