
শীতের সবজি চাষ করেছেন কৃষকেরা। সম্প্রতি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের কামারপাড়া এলাকায়। বিস্তীর্ণ খেতে বাহারি শীতের সবজি চাষ করতে ব্যস্ত কৃষকেরা।
গ্রামের মাঠে মাঠে এখন সবুজের বিস্তার। বাতাসে হিম হিম অনুভূতি। ঝলমলে রোদে সবুজ খেতের ওপর নীল আকাশে ভাসমান মেঘ, রোদ-ছায়ার খেলায় যেন এক কাব্যিক আবহ তৈরি করেছে। চারদিকে এমন পরিবেশ জানান দিচ্ছে, প্রকৃতিতে এসেছে হেমন্ত। আর শীত মানেই সবজির মৌসুম।
আর শীত এলেই বাজারে রকমারি সবজির দাপট বাড়ে। তবে উল্লাপাড়া উপজেলার কৃষকেরা শীতের আগেই সবজি আবাদ শুরু করেন। হেমন্তের সময়ে খেতজুড়ে তাই দেখা যায়। সবুজ আর সবুজের উচ্ছ্বাস, এ যেন নীল আকাশের নিচে সবুজের গালিচা।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর তথ্য মতে ১৫৩৫ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৬২৩২ হাজারমেট্রিক টন। অনেক কৃষকই এবার আগাম সবজি আবাদ করেছেন, ফলে বাজার এখন বেশ গরম নতুন সবজিতে ।
বিক্রেতারা জানান, সরবরাহ বাড়ায় সবজির দাম প্রতিদিনই কিছুটা করে কমছে। আগাম চাষ করা কৃষকেরা ইতিমধ্যে ভালো লাভ করছেন।
উল্লাপাড়া উপজেলার কামারপাড়া গ্রামের নুর মোহামাদ একসময় যার ‘নুন আনতে পান্তা ফুরাতো’ এমন পরিস্থিতির মধ্যে ছিলেন। পাঁচ বছর আগে বাড়ির পাশের ১(এক) বিঘা জমিতে সবজি চাষ শুরু করেন। ফুলকপি, বাঁধাকপি, করলা, বেগুন, কাঁচা মরিচ পুইশাক লালশাক, পালনশাক, কলমিশাক,পাটশাক, বোতেশাক, ধনিয়াশাক, সোলেশাকসহ নানা প্রজাতের সবজি চাষ করে ১ লাখ টাকা বিক্রি করেও আরও একলাখের ও বেশি বিক্রি করবেন বলে আশা করছেন, তিনি প্রতিবছর প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা আয় করেন সবজি চাষ করে ।
তবে নুর মোহামাদের এমন সবজি চাষকে স্থানীয়রা সাদুবাদ জানান, আর বলেন শুধু উল্লাপাড়া উপজেলাতে নয় নুর মোহামাদের সবজি দেশ- বিদেশের বিভিন্ন স্থানে পৌঁছাবে এই টাটকা সবজি।
উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন,এ বছর আগাম জাতের সবজির ভালো ফলন হওয়ায়। স্থানীয় প্রয়োজন মিটিয়ে এখানকার সবজি দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে রপ্তানি হচ্ছে। শীতকালীন সবজি থেকে কৃষকেরা অতিরিক্ত আয় করছেন। চাষিদের পাশে তাঁরা সব সময় আছেন এবং নানা সহযোগীতা করে আসছেন।
বিবার্তা/কাইয়ুম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]