
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের নির্যাতনের মাধ্যমে দু’জন বাংলাদেশী যুবককে হত্যা করে হাত-পা বেঁধে পদ্মা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। হত্যার শিকার দু’জন হল দুর্লভপুর ইউনিয়নের চর হাসানপুর গাইপাড়া গ্রামের শিবগঞ্জ সীমান্তে দু’জন বাংলাদেশী যুবককে হত্যাছেলে আব্দুল মমিন( ২৯) এবং অন্যজন হলো পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম রিংকু (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে চারটার দিকে বাংলাদেশী চারজন যুবক পাকা ইউনিয়নের রঘুনাথপুর বিজেপির অধীনস্থ ৭/৮এস নাম্বার পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে ভারতের ৭১ ব্যাটালিয়নের নিমতিতা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাড়া করলে দু’জনই পালিয়ে আসার সময় তারা তাদের হাতে ধরা পড়ে। এই সময় তারা এই দু’জনকে পিটিয়ে হত্যা করে এবং হাত-পা বেঁধে দেড় কিলোমিটার ভারতের অভ্যান্তরে পদ্মা নদীতে ফেলে দেয়। ঘটনাটি নিশ্চিত করেন দুর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আযম এবং পাঁকা ইউপি সদস্য রফিক উদ্দিন।
তারা বলেন, ওই দুইজনকে বিএসএফেরা পিটিয়ে হত্যা করে হাত-পা বেঁধে পদ্মা নদীতে ফেলে দেয়। এখন পর্যন্ত তাদের আত্মীয়-স্বজনরা লাশের অনুসন্ধান পায়নি। তারা আরো জানান, গত সোমবার ভোররাতে চারজন বাংলাদেশি চোরাকারবারি ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের হাতে দু’জন ধরা পড়ে। তাদেরকে পিটিয়া হত্যা করে লাশ পদ্মায় ফেলে দেয় বলে আমরা জানতে পেরেছি।
এ ব্যাপারে বিজেপির ৫৩ ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মিসিং এর সংবাদ পেয়েছি। ভারতের ৭১ ব্যাটালিয়নের অধিনায়কের সাথে কথা বলেছি। নিখোঁজোর সংবাদ পেয়েছি। তবে মারা গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। খোঁজখবর নিচ্ছি। জানতে পারলে পরে জানাবো।
বিবার্তা/লিটন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]