
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তৃণমুল পর্যায়ের ভোটারদের সাথে গণসংযোগ করণ এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর, শনিবার বিকেলে উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাটারা ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক ২ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন ফরিদুল কবির তালুকদার শামীম।
ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসুল্লীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ফরিদুল কবির তালুকদার শামীম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল কবির তালুকদার শাহীন, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু,
উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, শ্রমিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান আদম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুম মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সদস্য সচিব মাসুদ রানা চপল প্রমুখ। এসময় কর্মী ও জনসমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]