
ময়মনসিংহ থেকে গৌরীপুর হয়ে ভৈরব এবং ময়মনসিংহ থেকে গৌরীপুর হয়ে মোহনগঞ্জ রেলপথে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন চালুর দাবিতে গৌরীপুর রেলস্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর, শনিবার সন্ধ্যায় আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন গৌরীপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। মানববন্ধনে নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলার জনতা ও গণমানুষের প্রাণের নেতা জনাব আহাম্মদ তায়েবুর রহমান হিরন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গৌরীপুর হয়ে চলাচলকারী লোকাল ট্রেন বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নিম্নআয়ের যাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের যাতায়াতে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। তারা অবিলম্বে ট্রেনগুলো পুনরায় চালুর জন্য বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, গৌরীপুর হয়ে ভৈরব ও মোহনগঞ্জগামী ট্রেন পুনরায় চালু হলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং জনজীবন স্বস্তিতে ফিরবে।
শেষে আহাম্মদ তায়েবুর রহমান হিরন বলেন,“এই রেলপথ আমাদের জীবনের অংশ। জনগণের এই ন্যায্য দাবির প্রতি কর্তৃপক্ষকে দ্রুত সাড়া দিতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব, যতক্ষণ না লোকাল ট্রেন পুনরায় চালু হয়।”
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]