
ময়মনসিংহের গৌরীপুরে কলেজ ছাত্র জহিরুল ইসলাম মিঠু (২৪) হত্যার দায়ে পলাতক দুই সহোদর ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন— এলবার্ট ডেবিট রকি ও এলবার্ট ডেবিট সেন্টু, তারা গৌরীপুর পৌরসভার বাড়ীওয়ালাপাড়া মহল্লার এলবার্ট ডেবিট বাদলের ছেলে।
দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও জজ আদালতের পিপি এডভোকেট আকরাম হোসেন এবং এডভোকেট আব্দুস সোবহান সুলতান।
নিহতের বাবা মোখলেছুর রহমান খান পাঠান বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেশাদার খুনি রকি ও সেন্টুকে দিয়ে আমার একমাত্র ছেলে মিঠুকে নৃশংসভাবে হত্যা করে। আদালতের এই মৃত্যুদণ্ডের রায়ে আমি অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ। এখন শুধু চাই এই রায় দ্রুত কার্যকর হোক।”
ঘটনার পটভূমি
২০২২ সালের ১৩ সেপ্টেম্বর, গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকার টিপু সুলতানের স্বর্ণের দোকানে দণ্ডিতদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।
এসময় মিঠু ঝগড়া থামাতে গেলে রকি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিঠুকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে নিহতের বাবা মোখলেছুর রহমান খান পাঠান ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর গৌরীপুর থানায় রকি, সেন্টু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক মামুনকে আসামি করে মামলা দায়ের করেন।
পরে তদন্ত শেষে মামুনকে অব্যাহতি দিয়ে রকি ও সেন্টুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে গৌরীপুর থানা।
বিবার্তা/হুমায়ুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]