
শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনিরাপত্তা বিষয়ক সচেতনামূলক মহড়া করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে হাজী অছি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণে করণীয় বিষয়ে আলোচনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঝিনাইগাতী স্টেশনের কর্মকর্তা মো. আব্দুল মান্নান।
পরে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় বিদ্যালয়ে কৃত্রিম অগ্নিকাÐ পরিস্থিতি তৈরি করা হয় এবং স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে তারা এসে আগুন নেভান। ভূমিকম্পে আটকা পড়া লোক উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান কার্যক্রম প্রদর্শন করা হয়। এ ছাড়া ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে অগ্নিনির্বাপণ ও এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর পদ্ধতিও প্রদর্শন করা হয়।
এর আগে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে পুনরায় ওই স্থানে এস শেষ হয়। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।
এতে বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঝিনাইগাতী স্টেশনের কর্মকর্তা মো. আব্দুল মান্নান, ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষত মো. সৈয়দ আলী খান, ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান প্রমুখ।
বিবার্তা/জাহিদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]