ভালুকায় ১০ দফা দাবিতে শেফার্ড গ্রুপের শ্রমিকদের মহাসড়ক অবরোধ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৬:০৯
ভালুকায় ১০ দফা দাবিতে শেফার্ড গ্রুপের শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকায় সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শেফার্ড গ্রুপের শ্রমিকরা।


সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কাঠালী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা ধরে এ কর্মসূচি পালন করা হয়।


অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাস ও অন্যান্য যানবাহনের যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।


শ্রমিকরা জানান, তাদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন প্রদান, শান্তিপূর্ণ আন্দোলনের কারণে কাউকে চাকরিচ্যুত না করা, ওভারটাইম হার ৬৮ শতাংশ বহাল রাখা, হাজিরা বোনাস এক হাজার টাকা নির্ধারণ, টিফিন বিল ১৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা, প্রতিদিন ন্যূনতম চার ঘণ্টা ওভারটাইম নিশ্চিত করা, অবসরের পর পেনশন ও ফান্ডের টাকা দুই মাসের মধ্যে পরিশোধ, সর্বনিম্ন বেতন ১০ হাজার ৪১৭ টাকা নির্ধারণ এবং প্রতি বছর ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি।


শ্রমিক নেতারা জানান, শেফার্ড গ্রুপের বিভিন্ন সেকশনে প্রায় তিন হাজার শ্রমিক কর্মরত, এর মধ্যে জিংস সেকশনে আছেন ৬৭০ জন। দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে বাধ্য হয়ে তারা সড়কে নামেন। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা।


শেফার্ড গ্রুপের জেনারেল ম্যানেজার মো. মোখলেছুর রহমান বলেন, “শ্রমিকদের দাবিগুলো নিয়ে আলোচনা চলছে, দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।”


ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহ জোন-৫ এর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, সাধারণত শ্রমিকদের বেতন ১০ তারিখের পর দেওয়া হয়। তবে এবার ২৩ তারিখে বেতন দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে নামেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ২০ অক্টোবরের মধ্যে বেতন পরিশোধের সিদ্ধান্ত হলে শ্রমিকরা শান্ত হন।


বিবার্তা/সাজ্জাদুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com