
শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১২ অক্টোবর, রবিবার সকাল ১১টায় পৌর শহরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা হল রুমে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন মো শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুওয়ান, শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৩ লাখ ৮৩ হাজার ১৯৪ শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবস। এর মধ্যে প্রথম সপ্তাহে (১২–৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহে (১–১৩ নভেম্বর) কমিউনিটিতে (গ্রাম ও শহরাঞ্চলে) টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৪২ হাজার ৬৩৪ এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ১ লাখ ৪০হাজার ৭৫৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। এছাড়া শেরপুর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের মোট টিকা কেন্দ্রের সংখ্যা ১ লাখ ৬৮০টি এবং স্থায়ী টিকা কেন্দ্রের সংখ্যা ১ লাখ ৩৫০।
বিবার্তা/জাহিদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]