
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
১২ অক্টোবর, রবিবার বিকেল ৫টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনে ট্রেনটি পৌঁছালে স্থানীয় রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
পরে নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে তার ছেলে আনোয়ারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়। নিহতের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মেদনী সমাজ সহিদর ইউনিয়নে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মুখ ও হাতে রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনা বা নাশকতার শিকার হতে পারেন তিনি।
গৌরীপুর রেলওয়ে পুলিশ জানিয়েছেন লাশটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মচিমহা) মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে রেলওয়ে পুলিশ।
বিবার্তা/হুমায়ুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]