
জামালপুরের সরিষাবাড়ীতে ফাঁসিতে ঝুলে হাবিবুর রহমান হাবিব (২৮) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১২ অক্টোবর, রবিবার ভোররাতে উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারি পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাখন তরফদারের ছেলে। তবে হাবিব সম্প্রতি বিভিন্ন নেশায় আসক্ত ছিলেন বলেও জানান এলাকাবাসী।
হাবিবুর রহমানের বাবা মাখন তরফদার বলেন, হাবিব জাহাজে ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারের চাকরি করতো। ৩/৪ মাস ধরে বাড়ীতে ছিলো। এ সপ্তাহেই তার চাকরিতে ফিরে যাওয়ার কথা ছিলো। শনিবার (১১ অক্টোবর) রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় হাবিব। ভোরের দিকে তার ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ঘরে ঢুকে হাবিবকে দেখতে পাইনি। পরে সকালে পার্শ্ববর্তী বাটিকামারি পুর্ব পাড়া গ্রামের তার মামার বাড়ীর বারান্দায় গলায় ওড়না পেচানো অবস্থায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে তার মামি লাকি বেগম আমাদের কে জানায়। পরে আমরা গিয়ে তাকে ঘরের বারান্দার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এসময় হাবিবের দুইহাতে সার্জিক্যাল গ্লাপস পড়া ছিলো।
মামি লাকি বেগম জানান, আমি ঢাকা থেকে শনিবার সন্ধা ৭টার দিকে বাড়ীতে আসি। হাবিব কখন আমাদের বাড়ীতে এসেছে সেটা আমি জানি না। কেন আমার বাড়ীতে এসে এমন কাজ করলো সেটাও বুঝতে পারছি না।
এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। মরদেহ ময়নাতদন্ত করার জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]