শেরপুরে ২ মানব পাচারকারীসহ আটক ২৪
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৭:৩৫
শেরপুরে ২ মানব পাচারকারীসহ আটক ২৪
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুই মানব পাচারকারীসহ ২৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার হলদিগ্রাম গজারী বাগান নামক স্থান থেকে বিওপির একটি বিশেষ টহল দলের অভিযানে তাদের আটক করা হয়।


আটককৃতদের মধ্যে- মানবপাচারকারী দলের ২ সদস্য ও সিএনজি চালক ছিলেন ছিলেন চার জন৷ এছাড়া ১৮ জন ছিলেন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে ভারতের চেন্নাই শহরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।


বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার হলদিগ্রাম এলাকার গজারী বাগান দিয়ে ভারতে পাচারের জন্য ১৮ জনকে জড়ো করেন মানব পাচারকারী দলের সদস্য শেরপুর জেলার বাসিন্দা মিলন হক (৩৫) ও মজনু মিয়া (৩৬)। তারা টাকার বিনিময়ে ওই ১৮জনকে ভারতে পাঠাতে চেয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করেন।


৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, ‘আটকদের ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া সীমান্তে সব ধরনের অপরাধপ্রবণতা রোধে বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে।


বিবার্তা/জাহিদুল/এসএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com