
জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
৬ অক্টোবর, সোমবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি ইসলামী ব্যাংকের সামনে এ মানববন্ধন করেন গ্রাহকরা। এসময় ইসলামী ব্যাংকসহ সকল ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একগুচ্ছ অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক তারাকান্দি শাখার ব্যবস্থাপক মোঃ মমতাজ উদ্দীন, গ্রাহক ও সততা ডাল মিল মালিক মঞ্জুরুল হক চান, মেসার্স ইমরান ট্রেডার্সের বেলাল হোসেন, শহীদ ডেইরী ফার্মের শহীদুল ইসলাম, বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের ইউসুফ আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করতে হবে। পাচারকৃত টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে।
যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার করে ব্যাংকের সুনাম নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]