
৫শ টাকা ভাড়ায় ডিএমএফ, চিকিৎসক শশুর বাড়িতে-জরুরি বিভাগে রোগীর মৃত্যু এই শিরোনামে বিভিন্ন পত্র পত্রিকার প্রচারের পর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সেই চিকিৎসক কালী প্রসাদ সরকারকে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ এর স্বাক্ষরিত এক চিটিতে এ তথ্য জানা গেছে। এর আগে একইদিন রোববার সকালে নিহত ওই রুগীর বাড়িতে যান কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার।
ঘটনার দিন গত বৃহস্পতিবার রাতে ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ডা. কালী প্রসাদ সরকারের দায়িত্ব থাকলেও তিনি ৫শ টাকার ভাড়ায় একজন ডিএমএফ পাশ ছাত্রকে জরুরী বিভাগে বসিয়ে রেখে শশুর বাড়িতে অবস্থান করেন। এদিকে শ্বাসকষ্টের এক রোগী নিয়ে তার স্বজনরা জরুরী বিভাগে আসেন। জরুরী বিভাগের সামনে বারান্দায় ওই রোগী ১ ঘন্টা পড়ে থাকলেও ভাড়াটে ডিএমএফ রোগীকে দেখতে যাননি বলে অভিযোগ রোগীর স্বজনদের।
পরে রোগীর স্বজনরা ডিএমএফকে ডাকতে গেলে দুর্বব্যবহার করেন, এবং দেখতে যান। এর কিছুক্ষণ পর শ্বাসকষ্টের ওই রোগী মৃত্যু বরণ করে। রোগীর মৃত্যুর পর তার স্বজনরা ক্ষিপ্ত হয়ে জরুরী বিভাগে গেলে দায়িত্বরত চিকিৎসক না থাকার বিষয়টি বেরিয়ে আসে এবং ভাড়াটে ডিএমএফ রুবেল পালিয়ে যায়।
গত বৃহস্পতিবার রাতে হাসপাতালটির জরুরি বিভাগের সামনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত ওই ব্যাক্তির নাম জামাল বাদশাহ (৫৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মিলপাড়া এলাকার বাসিন্দা।
নিহত পরিবারের অভিযোগ, নিহত জামাল গতকাল বৃহস্পতিবার রাতে তার শ্বাসকষ্ট দেখা দিলে পরিবারের লোকজন তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে জরুরি বিভাগের সামনে ১ ঘণ্টা অপেক্ষা করেও দেখা মেলে না চিকিৎসকের। পরে রুবেল নামের একজন ডিএমএফ পাস ছাত্র এসে রুগীকে দায়সারাভাবে দেখেন, ততক্ষণে রুগীর মৃত্যু হয়। পরে অবস্থা বেগতিক দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও জরুরি বিভাগ জুটে আসেন। এসময় আরএমও হাসপাতালে এসে দায়িত্বরত চিকিৎসককে ফোন দিলে তিনি বাহিরে আছেন বলে জানান। ততক্ষণে খবর পেয়ে অনেক সাংবাদিকও জরুরি বিভাগে এসে উপস্থিত হয়।
স্থানীয়দের অভিযোগ, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালটিতে স্থানীয় তত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন দায়িত্ব পাওয়ার পর থেকে নানা ধরনের অনিয়ম হয়ে আসছে। হাসপাতালের কাংখিত সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অসংখ্য রুগীর স্বজনরাও।
এ ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশনায় একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।।
বিবার্তা/বিপ্লব/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]