ফেনী বারের নির্বাচনে সমমনা প্যানেলের জয়
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:০৭
ফেনী বারের নির্বাচনে সমমনা প্যানেলের জয়
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমমনা আইনজীবী ঐক্য পরিষদ জয় পেয়েছে। ১৫ পদের ১৪টিতে জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা।


শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে নির্বাচন কমিশনার আবদুস সাত্তার ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।


নির্বাচনে ফেনী বারের ৩৩৬ জনের মধ্যে ৩১৩ জন সতস্য ভোটাধিকার প্রয়োগ করেন।


জানা গেছে, সভাপতি পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মো: নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের মোহাম্মদ মীর মোশারফ হোসেন মানিক বিজয়ী হয়েছেন।


এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম তুহিন, অডিটর পদে আবদুল কুদ্দুছ নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন হুমায়ুন কামাল, ওছমান গনি মিরন, নুরুল আবছার, আহমেদ উল্যাহ অনিক, মুহাম্মদ ফখরুল ইসলাম ও খুরশিদ আলম মাহাদী।


এর আগে, সহ-সভাপতি পদে মো: সফিউল আলম ও রহিমা খাতুন হেলপী, অর্থ সম্পাদক পদে আনোয়ার হোসেন ও লাইব্রেরি সম্পাদক পদে মুহাম্মদ আবদুল্লাহ আল মনসুর একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দিতা করে জয় পান। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জয়লাভ করেন স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন ভূঞা ।


বিবার্তা/মনির/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com