ভারত হতে অবৈধ অনুপ্রবেশ, ৩ জন বাংলাদেশি আটক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ২২:৫৬
ভারত হতে অবৈধ অনুপ্রবেশ, ৩ জন বাংলাদেশি আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সরাইল ব্যাটালিয়ান (২৫ বিজিবি)।


শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৯৯২/এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দেবনগর নামক স্থান হতে নিম্নেবর্ণিত ৩ জন বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়।


আটককৃত ব্যক্তিরা হলেন - মো. মাহমুদুল হাসান (২৬), পিতা. শাহেনেওয়াজ সরকার, সরকার পাড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, মো. তাসনিম আহমেদ (২১), পিতা. আবুল বাশার, তালশহর, আশুগঞ্জ, মো. নাসিম আহমেদ (২৬), পিতা. মো. শুক্কুর মিয়া, নবীনগর, উভয় জেলা. ব্রাহ্মণবাড়িয়া।


আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই ভারত হতে পর্তুগাল যাওয়ার উদ্দেশ্যে ভারতের দিল্লিতে অবস্থিত পর্তুগালের এম্বাসির নিকট কাগজপত্র জমা দেয়ার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি ২০২৫ তারিখ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে গমন করে এবং শনিবার (১৮ জানুয়ারি) অবৈধভাবে বাংলাদেশে ফেরত আসার সময় অত্র ব্যাটালিয়নের ধর্মঘর বিওপির টহল দলের নিকট আটক হয়। তাদের নিকট হতে এন্ড্রয়েড মোবাইল ফোন ৩টি পাওয়া যায়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের মোবাইল ফোনসহ মাধবপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


উল্লেখ্য, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।


বিবার্তা/আকঞ্জি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com