
নোয়াখালী সদরের অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন বাবলুকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে নোয়াখালী পৌর এলাকার লয়ার্স কলোনির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক গোলাম হোসেন বাবলু দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির পাশাপাশি অশ্বদিয়া ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের পর আত্মগোপনে চলে যান গোলাম হোসেন বাবলু।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার গোলাম হোসেন বাবলু নোয়াখালী-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ একরামুল করিম চৌধুরীর একান্ত অনুসারী। তার বিরুদ্ধে নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বিভিন্ন ভূমিকা পালনের অভিযোগে থানায় একাধিক মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, বাবলুর বিরুদ্ধে মামলার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]