
রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধের ঘটনায় মা-বাবার পর মারা গেল সাড়ে ৩ বছরের শিশু বায়েজিদ। শিশুটির শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
৩ অক্টোবর, বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু বায়জিদ।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার মো. তরিকুল ইসলাম জানান, ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে শিশুসহ একই পরিবারে ৩ জন দগ্ধ হয়েছে। পরে তিনজনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসলে তাদেরকে ভর্তি রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে শিশু বায়জিদ মারা যায়। তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল। বাবা, মা ও শিশুসহ একই পরিবারের তিনজনই মারা গেলেন।
নিহতের মামা মানিক মিয়া বলেন, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী থানার ছাতিরচর গ্রামে। বর্তমানে ধানমন্ডি শুক্রাবাদ এলাকায় বাবা- মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন।
এর আগেগত শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে জমে থাকা গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকাল ৫টার দিকে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে ভর্তি দেন।
বিবার্তা/বুলবুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]